ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের ইউনিট দাবি করেছে, বুধবার একটি যুদ্ধবিমান হামাস নেতা হাদি মুস্তাফাকে হত্যা করেছে। মুস্তাফা হামাসের একজন গুরুত্বপূর্ণ কর্মী ছিলেন এবং হামাস স্কোয়াড পরিচালনা এবং ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ প্রচারে গুরুত্বপূর্ণ ছিলেন।
বুধবার সকালে লেবাননের রাশিদিয়েহ ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছে একটি গাড়িতে থাকা অবস্থায় মুস্তাফা নিহত হন।
হামাস নিশ্চিত করেছে, টায়ারে নিহত লেবাননে হামাসের সামরিক শাখার জ্যেষ্ঠ সদস্য হাদি মুস্তাফা।
খবরে বলা হয়, গাড়িতে ভ্রমণের সময় বিমান হামলায় নিহত হন মুস্তাফা। তিনি সোরের কাছে রাশিদিয়েহ শিবিরে থাকতেন, যেখানে লেবাননে ফিলিস্তিনিদের একটি উল্লেখযোগ্য অংশ বসবাস করে।
হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট লেবাননের সংবাদপত্র আল-আখবার জানিয়েছে, টায়ারে বিমান হামলায় দু'জন নিহত হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল