জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে সংঘাত বাড়িয়ে গাজা থেকে দৃষ্টি সরিয়ে নেওয়া থেকে বিরত রাখা।
বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে সাফাদি বলেন, ইরান তার কনস্যুলেটে হামলার জবাব দিয়েছে এবং ঘোষণা দিয়েছে যে তারা ‘আর উত্তেজনা বাড়াতে চায় না’।
তিনি বলেন, আমরা উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে। নেতানিয়াহু গাজা থেকে দৃষ্টি সরিয়ে ইরানের সঙ্গে তার সংঘাতের দিকে মনোনিবেশ করতে চান।
উল্লেখ্য, জর্ডানের বিমান বাহিনী রবিবার ভোরে ইসরায়েলে হামলার সময় তাদের আকাশসীমা লঙ্ঘনকারী কয়েক ডজন ইরানি ড্রোনকে বাধা দেয়।
এনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগত ক্ষেপণাস্ত্রগুলো গুলি করে ভূপাতিত করতে ইসরায়েলি যুদ্ধবিমানকে জর্ডান তাদের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেয়। দুই দেশের যোদ্ধাদের মার্কিন সামরিক বাহিনী দ্বারা সমন্বয় করা হয়েছিল বলেও জানা গেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল