১৬ এপ্রিল, ২০২৪ ১৯:৪২

আমাদের অঞ্চলে আর সংঘাতের প্রয়োজন নেই: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

আমাদের অঞ্চলে আর সংঘাতের প্রয়োজন নেই: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, উত্তেজনা প্রশমন সবার অগ্রাধিকার হওয়া উচিত। কারণ মধ্যপ্রাচ্য আরেকটি সংঘাতের ভার বহন করতে পারবে না।

যুবরাজ গাজায় যুদ্ধবিরতির আহ্বানও পুনর্ব্যক্ত করেন। সৌদির এই শীর্ষ কূটনীতিক বলেন, গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা একেবারেই অপর্যাপ্ত। তিনি বলেন, গাজার জনগণের দুর্ভোগের অবসান ঘটাতে আমাদের অবশ্যই আরও কিছু করতে হবে।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী–আইআরজিসির বিদেশে কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। এ হামলার বদলা নেওয়ার ঘোষণা দেয় ইরান। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ১৭০টি ড্রোন, ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। 

ইরানের হামলার পর ইসরায়েলের পাল্টা হামলার আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর