২৬ মে, ২০২৪ ২৩:৫৩

দিল্লির হাসপাতালে আগুন, ৭ নবজাতকের মৃত্যু

অনলাইন ডেস্ক

দিল্লির হাসপাতালে আগুন, ৭ নবজাতকের মৃত্যু

ভারতের দিল্লির একটি শিশু হাসপাতালে শনিবার রাতে আগুন লেগেছিল। তাতে দগ্ধ হয়ে মারা গেছে সাত নবজাতক।

চিকিৎসাধীন অবস্থায় ছয় জনের মৃত্যু হয়। রবিবার সকালে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। আহত অবস্থায় আরও কয়েক জনের চিকিৎসা চলছে অন্য একটি হাসপাতালে।

রবিবার পুলিশ জানিয়েছে, হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি পলাতক। তাকে খুঁজতে রাজস্থানের উদ্দেশে রওনা দিয়েছে দিল্লি পুলিশের একটি দল।

হাসপাতালে শনিবার রাতে অনেক সদ্যজাত শিশু চিকিৎসাধীন ছিল। 

এর আগে শনিবারই গুজরাটের গেমিং জোনে আগুন লেগে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নয় জন শিশুও ছিল। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর