নাইজেরিয়ায় নদীতে নৌকা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। পণ্যবাহী ওই নৌকাটি ছিল কাঠের তৈরি এবং আগুন লেগে যাওয়ার পর বিস্ফোরণ হয়। আর এতেই প্রাণহানির ওই ঘটনা ঘটে।
বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে শুক্রবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নাইজেরিয়ার উপকূলীয় প্রদেশ বেয়েলসায় একটি নদীতে কাঠের নৌকায় আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।
বায়েলসা পুলিশের মুখপাত্র মুসা মুহাম্মদ বৃহস্পতিবার বলেছেন, নৌকাটিতে করে ব্যবসায়ীরা উপকূলীয় এলাকাগুলোতে পণ্য নিয়ে যাচ্ছিল।
গত বছর নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনায় অন্তত ২০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনার জন্য নিয়মিতভাবে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীবহন এবং দুর্বল রক্ষণাবেক্ষণকে দায়ী করে থাকে কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ