যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ফুলটন কাউন্টির অন্তত পাঁচটি ভোট কেন্দ্রে বোমা থাকার গুজব শোনা গেছে।
ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসির মার্কিন মিডিয়া পার্টনার সিবিএস এ তথ্য জানিয়েছে। যদিও পরবর্তীতে সেখানে বোমার কোনও অস্তিত্ব পাওয়া যায়নি।
কাউন্টির নিবন্ধন ও নির্বাচনের পরিচালক নাদিন উইলিয়ামস বলেছেন, হুমকির কারণে এই সুইং স্টেটে প্রায় আধাঘণ্টার জন্য দুটি স্থান খালি করে দেওয়া হয়েছিল।
আটলান্টার কাউন্টি শহরটির কর্মকর্তারা এখন ভোটের সময় সাড়ে নয়টা পর্যন্ত বাড়াতে আদালতে আবেদন করেছেন।
এর আগে পেনসিলভানিয়ার ক্যামব্রিয়ায় প্রযুক্তিগত কারণে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ ছিল। সেখানেও কিছু সময়ের জন্য ভোটের সময়সীমা বাড়াতে আদালতের আদেশের জন্য আবেদন করেন কর্মকর্তারা। সূত্র: বিবিসি, সিএনএন
বিডি প্রতিদিন/একেএ