লিথুয়ানিয়ার ভিলনিয়াস বিমানবন্দরের কাছে একটি কার্গোবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্প্যানিশ কার্গো এয়ারলাইন সুইফএয়ার পরিচালিত বোয়িং ৭৩৭ প্লেনটি অবতরণের সময় একটি বাড়ির কাছে বিধ্বস্ত হয়।
পুলিশ জানিয়েছে, প্লেন বিধ্বস্তের পর ওই বাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এবং দুর্ঘটনাস্থল বন্ধ করে দেয়া হয়েছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছে, প্লেনটি জার্মানির লেইপজিগ থেকে উড্ডয়ন করে। ফ্লাইট ট্রাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টার দিকে লেইপজিগ বিমানবন্দর থেকে এটি উড্ডয়ন করে। এর দেড় ঘণ্টা পরই প্লেনটি বিধ্বস্ত হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভিলনিয়ারস বিমানবন্দর থেকে ১.৩ কিলোমিটার দূরে একটি ভবনের কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখেছে ফায়ারফাইটাররা।
কী কারণে প্লেনটি বিধ্বস্ত হয়েছে তার কারণ জানা যায়নি। তবে লিথুয়ানিয়ান কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। এছাড়া কর্তৃপক্ষ জানিয়েছে তাদের কাছে এমন কোনো তথ্য নেই যা দিয়ে বোঝা যাবে প্লেনটি বিধ্বস্তের আগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিনা।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ