সম্প্রতি চীন, মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর শুল্ক আরাপের হুমকি দিয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় চীন বলেছে, বাণিজ্যযুদ্ধে কেউই জয়ী হতে পারবে না।
ট্রাম্প আগামী ২০ জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। এরপর চীন থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়ে রেখেছেন তিনি। এই হুমদিকর প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করল চীন।
চীন দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের ক্ষেত্রে তার বিশ্বাস, চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা প্রকৃতপক্ষে পারস্পরিক লাভজনক।
তিনি আরও বলেন, বাণিজ্যযুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়; কোনওপক্ষই এতে বিজয় অর্জন করতে পারবে না। চীন সব সময় আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করতে প্রস্তুত, যদিও নিজের অধিকার রক্ষায় পিছপা হবে না চীন।
নির্বাচনী প্রচারের সময় থেকেই ট্রাম্প বলে আসছেন, নির্বাচিত হলে তিনি চীনসহ অন্যান্য দেশের পণ্যে শুল্ক আরোপ করবেন। এরপর সোমবার তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ক্ষমতায় যাওয়ার প্রথম দিনেই তিনি চীন, কানাডা ও মেক্সিকোর পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। ট্রাম্প বলেছেন, চীন থেকে অবৈধ ওষুধ, বিশেষত ফেন্টানাইল যুক্তরাষ্ট্রে আসা বন্ধ না হওয়া পর্যন্ত এই শুল্ক থাকবে।
বিবৃতিতে চীন দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ উল্লেখ করেছেন, গত বছর প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে চুক্তি হওয়ার পর চীন ওষুধ পাচার বন্ধে পদক্ষেপ নিয়েছে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ