জাপানে মাঝারি মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় উপকূলের নোটো উপদ্বীপের কাছে স্থানীয় সময় রাত ১০টা ৪৭ মিনিটে ৬.৪ মাত্রার ভূমিকম্পটি হয়।
১০ কিলোমিটার গভীরতায় সংঘটিত এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পে সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় সামান্য পরিবর্তন ঘটতে পারে। তবে বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা নেই।
পাশাপাশি জাপানের মন্ত্রিপরিষদ কার্যালয়ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, ‘এই ভূমিকম্প সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় সামান্য পরিবর্তন ঘটাতে পারে। তবে ক্ষতির আশঙ্কা নেই।’
এ ছাড়া সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের পর নিকটবর্তী একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলের চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ