দীর্ঘ ১৫ মাস ধরে চলা সংঘাতের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। ইসরায়েলের মন্ত্রিসভাও যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দিয়েছে। তিন ধাপের সেই যুদ্ধবিরতির প্রথম দিন আজ রবিবার। যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী দেশ মিশর গতকাল শনিবার জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৩ জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে এক হাজার ৮৯০ জনের বেশি ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে ইসরায়েল।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম ধাপ হবে ৪২ দিনের, যা গাজার স্থানীয় সময় রবিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে কার্যকর হচ্ছে।
যুদ্ধবিরতির আরেক মধ্যস্থতাকারী দেশ কাতারও প্রথম ধাপে গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা ৩৩ জিম্মিকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে।
ইসরায়েলের বিচার মন্ত্রণালয় এর আগে বলেছে, রবিবার ফিলিস্তিনের ৭৩৭ কারাবন্দি ও আটক ব্যক্তিকে ছাড়া হবে, তবে তা বেলা ৪টার আগে নয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গতকাল শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে।
গাজায় ১৫ মাসের যুদ্ধে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার একটি বড় অংশ নারী ও শিশু। অবরুদ্ধ উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ, তথা ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বিডি প্রতিদিন/নাজিম