ভারতের এমপিদের ২৪ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল দেশটির কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে তাদের দৈনিক ভাতাও বাড়ানো হয়েছে। সেই সাথে সাবেক এমপিদের পেনশন এবং অতিরিক্ত পেনশনও বৃদ্ধি করা হয়েছে।
সোমবার দেশটির সংসদীয় মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এই ভাতা বৃদ্ধির কথা জানানো হয়েছে। সেক্ষেত্রে ২০২৩ সালের ১ এপ্রিল থেকে বর্ধিত বেতন কার্যকর হবে।
এতদিন পর্যন্ত মাসে ১ লাখ রুপি বেতন পেতেন এমপিরা। এক ধাক্কায় তা ২৪ হাজার রুপি বাড়ানো হয়েছে। অর্থাৎ এবার থেকে ১ লাখ ২৪ হাজার রুপি পাবেন। দৈনিক ভাতা ছিল ২ হাজার রুপি। তা করা হয়েছে আড়াই হাজার।
সাবেক এমপিদের পেনশন মিলত ২৫ হাজার রুপি, তা বেড়ে হয়েছে ৩১ হাজার রুপি। এছাড়া অতিরিক্ত পেনশন ২ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে আড়াই হাজার রুপি।
এর আগে ২০১৮ সালে শেষবার এমপিদের বেতন-ভাতায় পরিবর্তন আনা হয়েছিল। নয়া বেতন কার্যকর হওয়ার ফলে ৫৪৩ জন লোকসভার এমপি, ২৪৫ জন রাজ্য সভার এমপি ও প্রাক্তন এমপিরাও সুবিধা পাবেন।
বিডি প্রতিদিন/জুনাইদ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        