পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে বিএসএফ। শনিবার বিএসএফ'র দক্ষিণবঙ্গ সীমান্তের ৩২ ব্যাটালিয়নের বানপুর সীমান্ত ফাঁড়ির সতর্ক সদস্যরা স্বর্ণ পাচারের চেষ্টা ব্যর্থ করে দেয়। ৩ জন ভারতীয় চোরাকারবারি যখন বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে স্বর্ণের প্যাকেট পাচার করার চেষ্টা করছিল, তাদের ধাওয়া করে এ স্বর্ণ জব্দ করে বিএসএফ। তাদের কাছে থেকে উদ্ধার হয় ১৬৬২ গ্রাম ওজনের ১২ স্বর্ণের বার। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৬ লাখ ৬ হাজার ১৮০ রুপি।
রবিবার বিএসএফের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নির্ভরযোগ্য সূত্র মারফত তারা জানতে পারে যে, বাহিনীর ৩২ ব্যাটালিয়নের বানপুর সীমান্ত ফাঁড়ির অন্তর্গত বানপুর গ্রাম এলাকা দিয়ে বাংলাদেশ থেকে স্বর্ণ পাচার করা হতে পারে। এরপরই ওই নির্দিষ্ট স্থানে বিএসএফ সদস্যরা সতর্ক থাকে এবং সন্দেহজনক কার্যকলাপের উপর নজর রাখতে শুরু করে। শনিবার সকাল ১১টার দিকে সদস্যরা দেখতে পান যে তিনজন সন্দেহভাজন চোরাকারবারি ভারতের দিক থেকে বেড়ার কাছে একটি ড্রেনের মধ্যে লুকিয়ে বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। একই সময়ে, আরেকজন চোরাকারবারীকে বাংলাদেশ দিক থেকে কিছু প্যাকেট ভারতীয় সীমান্তে ছুঁড়ে মারতে দেখা যায়। ভারতীয় চোরাকারবারীরা সেই প্যাকেটগুলি তুলতে এগিয়ে যাওয়ার সাথে সাথেই মোতায়েন থাকা বিএসএফ সদস্যরা তাদের ঘিরে ফেলার চেষ্টা করে।
বিএসএফ সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা নিকটবর্তী ঘনবসতিপূর্ণ ফুলবাড়ি (বানপুর) গ্রামের দিকে দৌড়াতে শুরু করে। ঘটনাস্থলের আশেপাশে ঘনবসতিপূর্ণ হওয়ায় সদস্যরা কোনও অস্ত্র ব্যবহার না করেই তাদের ধাওয়া করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও তারা তাদের ধরতে পারেনি। তবে ঘটনার পরপরই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়, সেই সময় তিনটি প্লাস্টিক-মোড়ানো প্যাকেট থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বার সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া হয়েছে এবং চোরাকারবারীদের ধরার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম