পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। এক্স-এ প্রবেশ করলে তাদের অ্যাকাউন্টে দেখানো হচ্ছে, “আইনি অনুরোধের ভিত্তিতে ভারতে এই অ্যাকাউন্ট সীমিত করা হয়েছে।”
কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে চলতি সপ্তাহে ভারত সরকার হানিয়া আমির, মাহিরা খান ও আলি জাফরসহ কয়েকজন পাকিস্তানি শিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে সীমিত করে দেয়। সেসব অ্যাকাউন্টে দেখানো হয়, “আইনি অনুরোধে সাড়া দিয়ে এই কনটেন্ট সীমিত করা হয়েছে।”
ভারত সরকার একই সঙ্গে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে। ভারতের দাবি, এসব চ্যানেল থেকে উস্কানিমূলক, সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল ও ভারতবিরোধী ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল। এই তালিকায় কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যমও রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/আশিক