ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, গাজাবাসী এবং ইয়েমেনের জনগণের ওপর যে দুর্দশা নেমে আসছে, তার অনুরূপ দুর্দশা প্রতিরোধ করার জন্য মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া এবং প্রতিরোধ করা অপরিহার্য।
রবিবার তেহরানে এক ভাষণে আয়াতুল্লাহ খামেনি হজের বার্ষিক জামাতের কথা উল্লেখ করেন, যা জাতি, বর্ণ এবং সংস্কৃতি নির্বিশেষে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের একত্রিত করে।
খামেনি বলেন, হজের সমাবেশ মানবতার কল্যাণের জন্য। ঐক্যের চেয়ে মুসলিম উম্মাহর জন্য আর কোনও ফায়দা নেই। তিনি মক্কায় ইসলামী তীর্থযাত্রার কর্মকর্তা এবং আয়োজকদের উদ্দেশ্যে বলেন, যা (হজ) সক্ষম ও মুসলমানদের জীবনে অন্তত একবার আদায় করতে হবে।
খামেনি বলেন, যদি মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকত, তাহলে ফিলিস্তিন এবং গাজার সমস্যাগুলো ঘটত না । ইয়েমেনকে এভাবে চাপ দেওয়া হতো না।
গাজা ইসরায়েলের নৃশংস আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে প্রায় ৫৩ হাজার মানুষকে হত্যা করেছে। আর গাজাকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করেছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল