ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা উপত্যকার দক্ষিণে রাফাহর কাছে সরকারি বাহিনীর সাথে মারাত্মক লড়াই করে অনেক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে।
এক বিবৃতিতে হামাস জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধারা পূর্ব রাফাহ এলাকার তানুর পাড়ায় একটি বাড়ির ভেতরে দুটি কর্মী-বিরোধী এবং বর্ম-বিরোধী রকেট দিয়ে ইসরায়েলি ১২ সদস্যের একটি বাহিনীর উপর অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজন হত্যা ও আহত করা হয়।
পৃথকভাবে, হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা রাফাহ শহরের পূর্বে এল জেনেইনা পাড়ায় কর্মরত ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হচ্ছে।
কাসাম ব্রিগেড জানিয়েছে, নরকের দরজা অভিযানের অংশ হিসেবে আমরা রাফাহর পূর্বে আল-তানুর পাড়ায় ওমর ইবনে আল-খাত্তাব মসজিদের কাছে ৭ সেনার একটি টহলকে লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটাই। আমরা ঘটনাস্থলে বেশ কয়েকজন ইসরায়েলি সেনার খণ্ডিত মৃতদেহ দেখেছি।
প্রত্যক্ষদর্শী এবং রাফাহর বাসিন্দারা একটি বড় বিস্ফোরণের কথা জানিয়েছেন। আহতদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে ইসরায়েলি হেলিকপ্টার। তারা জানিয়েছেন, এলাকায় তীব্র লড়াই চলছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে যে দক্ষিণ গাজা উপত্যকার রাফাহতে একটি বিস্ফোরণে গোলানি ব্রিগেডের ইসরায়েলি সেনারা নিহত ও আহত হয়েছেন।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল