ওষুধ সংক্রান্ত একটি নতুন নীতির পরিকল্পনা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার লক্ষ্য হলো ওষুধের চড়া দাম কমানো। তিনি দাবি করেছেন প্রেসক্রিপশন ওষুধের দাম ৩০ থেকে ৮০ শতাংশ কমিয়ে আনা হবে।
রবিবার (১১ মে) ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, তারা সমতা আনার জন্য এবং বহু বছরের মধ্যে প্রথমবারের মতো আমেরিকায় ন্যায্যতা আনার জন্য তিনি নতুন নীতি কার্যকর করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পরিকল্পনা করছেন।
ট্রাম্প বলেন, তিনি একটি ‘মোস্ট ফেবারড নেশন’ নীতি প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন। যা মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া ওষুধের দাম একই ওষুধের জন্য অন্যান্য দেশ কর্তৃক প্রদত্ত সর্বনিম্ন মূল্যে নির্ধারণ করবে।
মোস্ট ফেভারিটেড নেশন বা ‘সর্বাধিক পছন্দের জাতি’ মর্যাদা হল বিশ্ব বাণিজ্য সংস্থার একটি নিয়ম যার লক্ষ্য একটি দেশ এবং তার বাণিজ্যিক অংশীদারদের মধ্যে বৈষম্য রোধ করা, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সমান সুযোগ তৈরি করা।
মার্কিন ওষুধের দাম কমানোর চেষ্টা এটাই প্রথম নয় ট্রাম্পের। ২০১৭-২০২১ মেয়াদে তিনি মার্কিন ওষুধের দাম কমানোর জন্য একই ধরনের প্রস্তাব ঘোষণা করেছিলেন, কিন্তু ওষুধ শিল্পের তীব্র বিরোধিতার মুখে তার পরিকল্পনা ব্যর্থ হয়।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যাতে রাজ্যগুলোকে বিদেশ থেকে তুলনামূলক কম দামে ওষুধ আমদানির আরো সুযোগ দেয়া এবং দাম নির্ধারণ প্রক্রিয়া আরো কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা দেওয়া হয়েছে।
সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত