অবৈধ ভেনেজুয়েলীয় অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধকালীন আইন প্রয়োগ করে বিতাড়নে ট্রাম্পের পরিকল্পনা স্থগিত রাখার আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ আদালতের আদেশে টেক্সাসে আটক ভেনেজুয়েলার গ্যাং ত্রেন দে আরাগুয়া-র সন্দেহভাজন সদস্যদের বিতাড়ন স্থগিত করা ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যবহার করতে চাওয়া ১৭৯৮ সালের আইনটি (এলিয়েন এনিমিস অ্যাক্ট) যুদ্ধকালীন সময়ে প্রয়োগ করা হতো। এই আইন ব্যবহার করে একজন প্রেসিডেন্ট দ্রুততম সময়ে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে পারেন।
তবে বর্তমানে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধ পরিস্থিতিতে না থাকায় এই আইনের ব্যবহার নিয়ে সমালোচনার মধ্যে পড়েছে ট্রাম্প প্রশাসন।
রায়ের পর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘সুপ্রিম কোর্ট আমাদের অপরাধীদের দেশ থেকে বের করে দিতে দিচ্ছে না।’
এই রায়ের ফলে এলিয়েন এনিমিস অ্যাক্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসন এখনই কোনো অভিবাসীকে বিতাড়ন করতে পারছে না। মামলাটি যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন এবং নির্বাহী ক্ষমতা নিয়ে বড় একটি নজির তৈরি করতে পারে।
সূত্র : রয়টার্স ও সিএনএন।
বিডি-প্রতিদিন/বাজিত