১৯৮২ সালে ইরাকি বাথিস্ট শাসন থেকে খোররামশাহরের মুক্তির বার্ষিকী উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ শুক্রবার একটি বিবৃতি জারি করেছেন। তারা বলেছেন, ইসলামী বিপ্লবের পবিত্র লক্ষ্য এবং মূল্যবোধকে লক্ষ্য করে যেকোনও হুমকি বা অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী শক্তি ও কর্তৃত্বের সাথে জবাব দেবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত গর্বিত ইরান সম্পর্কে কথা বলার আগে ইসলামী বিপ্লব, পবিত্র প্রতিরক্ষা এবং ট্রু প্রমিজ অপারেশন ১ এবং ২ এর ইতিহাস পর্যালোচনা করা। যাতে তিনি কিছুটা তার ভুল গণনার সাথে মানিয়ে নিতে পারেন।
গত বছর, ইসলামিক প্রজাতন্ত্র অপারেশন ট্রু প্রমিজ ১ এবং ২ এর মাধ্যমে তার সামরিক শক্তি প্রদর্শন করেছিল, ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছিল।
১৯৮২ সালের ২৪ মে ইরানের সশস্ত্র বাহিনী সাদ্দাম হোসেনের বিদেশি-সমর্থিত বাথিস্ট স্বৈরাচারী শাসন থেকে বেইত ওল-মোকাদ্দাস নামে একটি বৃহৎ আকারের অভিযানের মাধ্যমে খোররামশাহর শহরকে মুক্ত করে।
সূত্র: মেহের নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল