সুইজারল্যান্ডের বিলাসবহুল জেরম্যাট রিসোর্টের কাছে উদ্ধারকারীরা পাঁচজন স্কি চালকের মৃতদেহ খুঁজে পেয়েছে।
ভ্যালাইস আল্পসের ৪ হাজার ১৯৯ মিটার উঁচু চূড়া রিম্পফিশহর্নে আরোহণকারী একদল পর্বতারোহীর কাছ থেকে জরুরি পরিষেবাগুলিকে সতর্ক করার একদিন পরই তাদের উদ্ধার করা হয়। চূড়ার কাছে বেশ কয়েক জোড়া স্কি অদৃশ্য অবস্থায় পড়ে আছে।
ভ্যালাইসের স্থানীয় পুলিশ রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাডলার হিমবাহের চূড়ার নীচে আকাশপথে এবং স্থলপথে অনুসন্ধানের মাধ্যমে মৃতদেহগুলি খুঁজে বের করা হয়।
সুইজারল্যান্ড-ইতালি সীমান্তের কাছে উচ্চ উচ্চতার এলাকায় তুষারধসের ধ্বংসাবশেষে বিভিন্ন উচ্চতায় নিহতদের পাওয়া গেছে।
উদ্ধারকারী সংস্থা এয়ার জেরম্যাট জানিয়েছে, একটি এলাকায় তিনটি মৃতদেহ পাওয়া গেছে। তুষারপাতের একটি সংকীর্ণ স্থানে আরও দুটি মৃতদেহ পাওয়া গেছে।
পরে অনুসন্ধানের সময় পঞ্চম জোড়া স্কি পাওয়া গেছে। যা নিশ্চিত করে যে দলটি পাঁচজনের একটি দল হিসেবে ভ্রমণ করেছিল। তাদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
পাবলিক প্রসিকিউটরের কার্যালয় দুর্ঘটনার পরিস্থিতি তদন্ত শুরু করেছে। জেরম্যাট সুইজারল্যান্ডের আরও প্রিমিয়াম আলপাইন রিসোর্টগুলির মধ্যে একটি, যেখানে ধনী ব্রিটিশ এবং অন্যান্য ইউরোপীয় স্কি চালকরা যান। তবে রিমফিশহর্নে আরোহণকে আরও উন্নত অভিযান হিসাবে বিবেচনা করা হয়, রিসোর্ট থেকে প্রায় পাঁচ ঘন্টা দূরে।
আরোহণের জন্য বেশ কয়েকটি পথ রয়েছে। যার সবকটিতে একটি উঁচু কুঁড়েঘরে রাত কাটাতে হয়। জেরম্যাট থেকে সাধারণত ২৫৭০ মিটার উঁচু ব্লাউহার্ডে লিফটে যাওয়া হয়।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল