অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং সেখানে বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে অবস্থান করছিলেন। এই হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।
সোমবার (২৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানায়, নিহতদের মধ্যে দুইজন রেড ক্রস কর্মী, একজন সাংবাদিক ও একাধিক শিশু রয়েছে। এছাড়া নিহতদের তালিকায় রয়েছে মাত্র ১১ বছর বয়সী গাজার কনিষ্ঠতম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইয়াকিন হাম্মাদও।
আল জাজিরা জানায়, সোমবার ইসরায়েল আবারও গাজায় ব্যাপক হামলা চালায়। বোমা বর্ষণের শিকার হওয়া স্কুলটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল, যেখানে বহু অসহায় মানুষ মাথা গোঁজার ঠাঁই খুঁজছিলেন।
এই হামলা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। সূত্র: আলজাজিরা
বিডি প্রতিদিন/নাজিম