বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা

মোদি শাহানশাহ নন তিনি প্রধানমন্ত্রী

—————— সোনিয়া

কলকাতা প্রতিনিধি

ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, নরেন্দ্র মোদি শাহানশাহ নন, উনি একজন প্রধানমন্ত্রী। গতকাল নিজের লোকসভা কেন্দ্র উত্তর প্রদেশের রায়বেরিলিতে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) সরকারকে সমালোচনার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোপ ঝেড়েছেন কংগ্রেস সভানেত্রী। এনডিএ সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গত সপ্তাহেই দিল্লির ইন্ডিয়া গেটে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বর্ষপূর্তির সেই অনুষ্ঠানকে ‘অনৈতিক’ আখ্যায়িত করে সোনিয়া বলেন, ‘আমার পুরো জীবনে এ ধরনের জিনিস দেখিনি। প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী-ই, উনি শাহানশাহ নন। উনি দেশের প্রধানমন্ত্রী।’ সোনিয়া বলেন, ‘আমাদের দেশে যেখানে এখনো দরিদ্রতা আছে, খরার মতো ঘটনা ঘটছে, কৃষকরা ঋণে জর্জরিত, সেখানে এ ধরনের অনুষ্ঠান মোটেই শোভা পায় না।’ গত শনিবার ইন্ডিয়া গেটের ওই অনুষ্ঠানে কেন্দ্রের ২১ জন মন্ত্রীর কাজের খতিয়ান তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে অমিতাভ বচ্চন থেকে শুরু করে বলিউডের একাধিক কুশীলব পারফর্ম করেন। উপস্থিত ছিলেন দেশটির নামি শিল্পপতিরাও। অন্যদিকে লন্ডনের অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারীর কাছ থেকে নিজের মেয়ে জামাই রবার্ট ভঢরার বিরুদ্ধে বেনামি জমি কেনার অভিযোগ ওঠার ঘটনাতেও মোদিকে তোপ দেগেছেন কংগ্রেস সভানেত্রী। সোনিয়ার অভিযোগ, ‘কংগ্রেসমুক্ত ভারত গঠনের জন্য বিজেপির এটাও একটা ষড়যন্ত্র। প্রতিদিনই আমাদের বিরুদ্ধে নিত্য নতুন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘যদি তাই হয়, তবে নিরপেক্ষ তদন্ত করা হোক। সত্য উদ্ঘাটিত হবে।’

সর্বশেষ খবর