ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, নরেন্দ্র মোদি শাহানশাহ নন, উনি একজন প্রধানমন্ত্রী। গতকাল নিজের লোকসভা কেন্দ্র উত্তর প্রদেশের রায়বেরিলিতে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) সরকারকে সমালোচনার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোপ ঝেড়েছেন কংগ্রেস সভানেত্রী। এনডিএ সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গত সপ্তাহেই দিল্লির ইন্ডিয়া গেটে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বর্ষপূর্তির সেই অনুষ্ঠানকে ‘অনৈতিক’ আখ্যায়িত করে সোনিয়া বলেন, ‘আমার পুরো জীবনে এ ধরনের জিনিস দেখিনি। প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী-ই, উনি শাহানশাহ নন। উনি দেশের প্রধানমন্ত্রী।’ সোনিয়া বলেন, ‘আমাদের দেশে যেখানে এখনো দরিদ্রতা আছে, খরার মতো ঘটনা ঘটছে, কৃষকরা ঋণে জর্জরিত, সেখানে এ ধরনের অনুষ্ঠান মোটেই শোভা পায় না।’ গত শনিবার ইন্ডিয়া গেটের ওই অনুষ্ঠানে কেন্দ্রের ২১ জন মন্ত্রীর কাজের খতিয়ান তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে অমিতাভ বচ্চন থেকে শুরু করে বলিউডের একাধিক কুশীলব পারফর্ম করেন। উপস্থিত ছিলেন দেশটির নামি শিল্পপতিরাও। অন্যদিকে লন্ডনের অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারীর কাছ থেকে নিজের মেয়ে জামাই রবার্ট ভঢরার বিরুদ্ধে বেনামি জমি কেনার অভিযোগ ওঠার ঘটনাতেও মোদিকে তোপ দেগেছেন কংগ্রেস সভানেত্রী। সোনিয়ার অভিযোগ, ‘কংগ্রেসমুক্ত ভারত গঠনের জন্য বিজেপির এটাও একটা ষড়যন্ত্র। প্রতিদিনই আমাদের বিরুদ্ধে নিত্য নতুন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘যদি তাই হয়, তবে নিরপেক্ষ তদন্ত করা হোক। সত্য উদ্ঘাটিত হবে।’
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ