উত্তরপ্রদেশের মথুরায় জমি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সুপারসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি। পুলিশ সূত্রে খবর এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার মথুরার জহরবাগে একটি জমি উচ্ছেদ অভিযানে গেলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা আজাদ ভারত বৈদিক বৈচারিক ক্রান্তি সত্যাগ্রাহী’র সদস্য বলে জানা গেছে। দিল্লি থেকে ১৫০ কিলোমিটার দূরে মথুরার জহরবাগে প্রায় ২৬০ একর জমি গত দুই বছর ধরে দখল করে রেখেছে কিছু মানুষ। এর আগে পুলিশ একাধিকবার চেষ্টা করেই তাদের উচ্ছেদ করতে পারেনি। উত্তরপ্রদেশ রাজ্য পুলিশের ডিজি জাভেদ আহমেদ জানান ‘গতকাল বেআইনিভাবে দখল করে থাকা ওই জমিটিতে উচ্ছেদ অভিযানে গেলে জবরদখলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ঢিল ছোড়ে ও গুলিবর্ষণ করে। এতে মথুরার পুলিশ সুপার মুকুল দ্বিবেদী এবং ফারহা পুলিশ থানার কনস্টেবল সন্তোষ কুমার প্রাণ হারান। একইসঙ্গে ১২ জন বিক্ষোভকারীও প্রাণ হারান’। মথুরার জেলা কালেক্টর রাজেশ কুমার জানিয়েছেন ‘পুলিশ জমি উচ্ছেদ অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা হ্যান্ড গ্রেনেড ছুড়তে থাকে এবং গুলি চালাতে শুরু করে। একাধিক বাসায় অগ্নিসংযোগ ঘটায় বিক্ষোভকারীরা। এরপর বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ২৫০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।এদিকে এই ঘটনায় রাজ্যটির মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব গভীর শোকপ্রকাশ করেছেন। একইসঙ্গে নিহত পুলিশ কর্মীদের স্বজনদের আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা