উত্তরপ্রদেশের মথুরায় জমি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সুপারসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি। পুলিশ সূত্রে খবর এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার মথুরার জহরবাগে একটি জমি উচ্ছেদ অভিযানে গেলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা আজাদ ভারত বৈদিক বৈচারিক ক্রান্তি সত্যাগ্রাহী’র সদস্য বলে জানা গেছে। দিল্লি থেকে ১৫০ কিলোমিটার দূরে মথুরার জহরবাগে প্রায় ২৬০ একর জমি গত দুই বছর ধরে দখল করে রেখেছে কিছু মানুষ। এর আগে পুলিশ একাধিকবার চেষ্টা করেই তাদের উচ্ছেদ করতে পারেনি। উত্তরপ্রদেশ রাজ্য পুলিশের ডিজি জাভেদ আহমেদ জানান ‘গতকাল বেআইনিভাবে দখল করে থাকা ওই জমিটিতে উচ্ছেদ অভিযানে গেলে জবরদখলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ঢিল ছোড়ে ও গুলিবর্ষণ করে। এতে মথুরার পুলিশ সুপার মুকুল দ্বিবেদী এবং ফারহা পুলিশ থানার কনস্টেবল সন্তোষ কুমার প্রাণ হারান। একইসঙ্গে ১২ জন বিক্ষোভকারীও প্রাণ হারান’। মথুরার জেলা কালেক্টর রাজেশ কুমার জানিয়েছেন ‘পুলিশ জমি উচ্ছেদ অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা হ্যান্ড গ্রেনেড ছুড়তে থাকে এবং গুলি চালাতে শুরু করে। একাধিক বাসায় অগ্নিসংযোগ ঘটায় বিক্ষোভকারীরা। এরপর বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ২৫০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।এদিকে এই ঘটনায় রাজ্যটির মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব গভীর শোকপ্রকাশ করেছেন। একইসঙ্গে নিহত পুলিশ কর্মীদের স্বজনদের আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
উচ্ছেদ অভিযানে সংঘর্ষ
ভারতের মথুরায় এসপিসহ নিহত ১৪
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর