সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

পিছু হটার সুযোগ নেই : ক্যামেরন

ইইউতে থাকা নিয়ে গণভোট ২৩ জুন

ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেই (ইইউ) থাকবে কিনা সে বিষয়ে গণভোট হবে। আগামী বৃহস্পতিবার ২৩ জুন এ গণভোট হওয়ার কথা। একে ‘ব্রেক্সিট’ নাম দেওয়া হয়েছে। কিন্তু লেবার দলের এমপি জো কক্সকে হত্যায় স্তম্ভিত ব্রিটেন। এরই মধ্যে বিপুল সংখ্যক মানুষ  জো কক্সকে হত্যাকাণ্ডের পর ওই গণভোট বাতিল করার আহ্বান জানিয়ে আবেদন করেছে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, গণভোট থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। এতে বলা হয়েছে, গণভোট বাতিল করতে দেশটির পার্লামেন্টের ওয়েবসাইটে শনিবার চালু করা আবেদনে স্বাক্ষর করেছে ২০ হাজারের বেশি মানুষ। প্রথম বাধা অতিক্রমের জন্য এ আবেদনে কমপক্ষে ১০ হাজার মানুষের স্বাক্ষর প্রয়োজন ছিল। কিন্তু সে সংখ্যা পেরিয়ে ২০ হাজার অতিক্রম করেছে। যে গতিতে স্বাক্ষরকারীর সংখ্যা বাড়ছে সে হিসেবে বৃহস্পতিবার গণভোটের আগে এ সংখ্যা এক লাখে পৌঁছবে। এমন হলে সাধারণত পার্লামেন্টে বিতর্ক হয়ে থাকে। কিন্তু আবেদন এমপিদের কানে পৌঁছাবে বলে মনে হয় না। কারণ, তারা গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। ফলে তারা বিতর্কে যাবেন বলে মনে হয় না। বিবিসির মতে, প্রধানমন্ত্রীর সমঝোতায় নেওয়া সংস্কার প্যাকেজের ভিত্তিতে ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়নেই থাকার জন্য সব দলের ৪৪৪ জন এমপি তাদের সমর্থন জানিয়েছেন। জবাবে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, গণভোট বাতিল করা হবে একটি বড় ভুল।

জরিপে ‘বেক্সিট’ এর বিরুদ্ধে সমর্থন বাড়ার আভাস : ইইউতে  ব্রিটেনকে ধরে রাখার পক্ষে জনসমর্থন ফের এগিয়ে গেছে বলে প্রকাশিত দুটি মতামত জরিপে প্রকাশ পেয়েছে। শনিবার চারটি জরিপের ফলাফলের মধ্যে এ দুটি ফলাফল ব্রিটেনকে ইইউতে ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি

সর্বশেষ খবর