সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

চীন ও রাশিয়ায় ঝুঁকছেন এরদোগান

ইউরোপীয় ইউনিয়নে ঢোকার চিন্তা বাদ দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়েপ এরদোগান। তিনি বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেওয়ার চিন্তায় আটকে থাকা তুরস্কের উচিত নয়—তারা বরং রাশিয়া ও চীনকে নিয়ে একটি ‘ইউরেশিয়ান’ গ্রুপে যোগ দিতে পারে। সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়, এরদোগান বলেছেন তিনি ইতিমধ্যে তার এই ভাবনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন। রাশিয়া ছাড়াও কাজাখিস্তানের প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছেন। এ দুটি দেশই সাংহাই প্যাক্ট নামে একটি গ্রুপের সদস্য—যা হচ্ছে একটি শিথিল নিরাপত্তা ও অর্থনৈতিক জোট। বিবিসি।

সর্বশেষ খবর