শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ধর্ষণের মামলায় ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ধর্ষণের মামলায় ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার প্রদেশটির অ্যাসেম্বলিতে ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিজার (সিন্ধু সংশোধন বিল) বিল, ২০১৭ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। আর এতেই একথা বলা হয়েছে। ধর্ষণসংক্রান্ত মামলা দ্রুততর করা ও ধর্ষিতার ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যেই বিলটিতে কয়েকটি সংশোধনী আনা হয়েছে। বিলটিতে বলা হয়েছে, ধর্ষণ সংঘটিত হওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই ধর্ষিতার কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করতে হবে। পরে তা সরকার অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে। ডন অনলাইন

সর্বশেষ খবর