বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

পদত্যাগের সিদ্ধান্ত ‘স্থগিত’ হারিরির

পদত্যাগের সিদ্ধান্ত ‘স্থগিত’ হারিরির

লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সাদ আল হারিরি তা থেকে আপাতত সরে এসেছেন তিনি।  দেশটির প্রেসিডেন্ট মাইকেল অউনের অনুরোধেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল রাষ্ট্রীয় টিভিতে দেওয়া এক ভাষণে এ কথা জানিয়েছেন হারিরি। এর আগে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়ার দীর্ঘ ১৮ দিন পর মঙ্গলবার প্যারিস থেকে রাজধানী বৈরুতে ফেরেন তিনি। এরপর রাজধানীতে অবস্থিত বাবদা প্রেসিডেন্টাল প্যালেসে প্রেসিডেন্ট অউনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আর তখনই তিনি প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে কেন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এ ব্যাপারে আরও ভাবার পরামর্শ দিয়ে তা আপাতত স্থগিত রাখার অনুরোধ করেন প্রেসিডেন্ট। তাতে সায় দিয়েই তিনি আপাতত পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন বলে রাষ্ট্রীয় টিভিতে দেওয়া ভাষণে জানিয়েছেন। ৩ নভেম্বর আকস্মিকভাবে সৌদি আরব সফরের উদ্দেশে বৈরুত ছাড়েন প্রধানমন্ত্রী হারিরি। এর পরদিন দেশটির রাজধানী রিয়াদ থেকে (৪ নভেম্বর) এক টিভি বার্তায় আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন তিনি। ‘হত্যার লক্ষ্যে তার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করা হচ্ছে’ এমন দাবি করে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের ঘোষণা দেন। বিবিসি।

সর্বশেষ খবর