যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের সা’দা প্রদেশে স্কুল পড়ুয়া শিশুদের বহনকারী একটি বাসে সৌদিআরব নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে। এতে শিশুসহ অন্তত ৪৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। হতাহতের খবর জানিয়েছেন চিকিৎসা কর্মকর্তারা এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)। নিহতদের বেশিরভাগই ১০ বছরের কম বয়সী শিশু। বিমান হামলার সময় বাসটি সা’দা প্রদেশের দাহিয়ান মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছিল। বাসটিতে স্থানীয় লোকজনসহ বহু স্কুল শিশুও ছিল। হুতি পরিচালিত আল মাসিরা টিভি বিমান হামলায় ৩৯ জন নিহত এবং ৪১ জন আহত হওয়ার খবর জানিয়েছে এবং স্কুলড্রেস পরা কয়েকটি ছোট শিশুর মৃতদেহের গ্রাফিক ছবিও দেখিয়েছে। বাসটি হামলার লক্ষ্য ছিল কিনা তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। তবে সৌদি কোয়ালিশনের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালকি বলেছেন, হামলাটি আন্তর্জাতিক আইন মেনে বৈধভাবেই চালানো হয়েছে। এর লক্ষ্য ছিল ওই জঙ্গিরা যারা বুধবার রাতে দক্ষিণাঞ্চলীয় সৌদি নগরী জিজানে বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করেছিল। সেখানে কাছাকাছি আমরান প্রদেশ থেকে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এক ইয়েমেনি অধিবাসী নিহত এবং ১১ জন আহত হয় বলে জানান তিনি। তুর্কি আল মালকি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে শিশুদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগও করেছেন। ওদিকে, হুতি মুভমেন্টের মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম বলেছেন, কোয়ালিশন বাহিনী বেসামরিক নাগরিকের জীবনকে আমলেই নেয়নি। তারা নগরীর একটি ব্যস্ত জনসমাগম এলাকায় হামলা চালিয়েছে। হামলায় কতজন শিশু নিহত হয়েছে এবং ওই এলাকায় কয়টি বিমান হামলা হয়েছে তা পরিষ্কার জানা যায়নি। সা’দার স্বাস্থ্য বিভাগের প্রধান আব্দুল গনি নায়েব রয়টার্সকে মৃতের সংখ্যা ৪৩ এবং আহতের সংখ্যা ৬১ বলে জানিয়েছেন। সা’দা প্রদেশে এ হামলার পর ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানাতেও বিমান হামলার খবর পাওয়া গেছে। বিবিসি
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
ইয়েমেনে শিশুদের বাসে হামলায় নিহত ৪৩
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর