বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
অন্য খবর

চাঁদে বেড়াতে যাচ্ছেন

চাঁদে বেড়াতে যাচ্ছেন

এক চিলতে চাঁদ। পূর্ণিমায় গোটা পৃথিবীটাকে রুপালি আলোয় ভাসিয়ে দেয়। সেই চাঁদে বেড়াতে যাওয়ার স্বপ্ন থাকতেই পারে। কিন্তু সেই স্বপ্নপূরণ হতে চলছে জাপানের ব্যবসায়ী ইউসাকু মাওয়েজায়ার। ছোটবেলার সেই স্বপ্ন স্পেসএক্স হাত ধরেই পূরণ হতে চলেছে তার। নান্দনিক মানুষ হিসেবেও পরিচিতি আছে জাপানের এই ধনী ব্যবসায়ীর। ব্যবসার পাশাপাশি ঘোরাঘুরি আর মূল্যবান ছবি সংগ্রহ তার নেশা। এই মাওয়েজায়া হচ্ছেন চাঁদে প্রথম পর্যটক। অবশ্য এ জন্য তাকে আরও বছর চারেক অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ ২০২৩-এ স্পেসএক্স-এর রকেটে চাঁদের উদ্দেশে পাড়ি দেবেন মাওয়েজায়া। ক্যালিফোর্নিয়ায় স্পেসএক্স-এর সদর দফতরে দাঁড়িয়ে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই চাঁদের প্রেমে পড়ে গিয়েছি। আর সেই প্রেমের টানেই যাচ্ছি চাঁদের মাটিতে।’ তার মন্তব্য বিশ্বের কোথাও নয়, চাঁদই এখন তার কাছে বেড়াতে যাওয়ার সেরা জায়গা। এর জন্য তিনি অগুনতি অর্থ খরচ করতেও কুণ্ঠাবোধ করেননি। তার কথায়, ‘এটা আমার সারা জীবনের একটা স্বপ্ন’ আর চার বছর বাদেই সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। তবে মাওয়েজায়া একা যেতে চান না। বলেন, ‘বিশ্বের ছয়-আট জন শিল্পী বন্ধুদের এই সফরে আমন্ত্রণ জানাতে চাই। তারা আমার সফরসঙ্গী হলে খুবই ভালো লাগবে।’ কিন্তু তার ডাকে কত জন সাড়া দেন সেটাই দেখার। নিউইয়র্ক টাইমস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর