বুধবার, ১ মে, ২০১৯ ০০:০০ টা

ইন্দোনেশিয়ার রাজধানী থাকছে না জাকার্তা

ইন্দোনেশিয়ার রাজধানী থাকছে না জাকার্তা

এবার বদলে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো জাকার্তা থেকে অন্য কোনো পরিকল্পিত শহরে রাজধানী সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে জাভার ব্যস্ত প্রধান দ্বীপ শহরটি পরিবর্তন করে কোথায় যাচ্ছে রাজধানী, তা এখনো স্পষ্ট নয়। ইন্টারনেট।

সোমবার ইন্দোনেশিয়ার পরিকল্পনামন্ত্রী বামব্যাঙ ব্রডজনগোরো প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, জনবহুল জাকার্তা নগরীতে নানা সমস্যা। এসব বিবেচনা করে প্রেসিডেন্ট জোকো উইদোদো এখান থেকে রাজধানী সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিকল্পনামন্ত্রী বলেন, নতুন রাজধানীর অবস্থান এখনো নির্ধারণ করা হয়নি। চূড়ান্ত করতে ১০ বছর সময় লাগতে পারে। এ সময় তিনি ব্রাজিল এবং কাজাখস্তানের রাজধানী পরিবর্তনের বিষয় টেনে একটি উদাহরণ দেন। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এন্তারা এ বছরের শুরুর দিকে রিপোর্ট করেছিল, দেশের নতুন রাজধানী হওয়ার মতো তুলনামূলক উপযুক্ত শহরগুলোর মধ্যে একটি হলো বোর্নিও দ্বীপের মধ্য কালিমান্তান প্রদেশের পালাংকারায়া। সংবাদমাধ্যম বলছে, বর্তমানে ১০ মিলিয়নেরও বেশি মানুষের বসবাস জাকার্তায়। এ নিয়ে হিমশিম খাচ্ছে শহরটি। এ ছাড়া প্রায় তিনবার এ শহরের মানুষ বড় ধরনের সংকটে পড়েছেন।

সর্বশেষ খবর