মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিক্ষোভে উত্তাল লেবানন, ক্যাবিনেটের জরুরি বৈঠক

লেবাননে বিক্ষোভকারীরা গতকালও পঞ্চম দিনের মতো তাদের প্রতিবাদ সমাবেশ অব্যাহত রাখছে। এদিকে প্রধানমন্ত্রী সাদ হারিরি নজিরবিহীন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। দুর্নীতি ও সব পর্যায়ের রাজনীতিকের বিরুদ্ধে লেবাননের শত শত লোক রাস্তায় গত চারদিন ধরে বিক্ষোভ সমাবেশ করে আসছে। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এতো বিশাল প্রতিবাদ বিক্ষোভ আর অনুষ্ঠিত হয়নি। গতকাল সকালে বিক্ষোভকারীরা প্রধান প্রধান সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং  লোকজনকে কাজে যোগদানে বাধা দিতে শুরু করে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের প্রতি কাজ  থেকে বিরত থাকার আহ্বান জানায়। বিক্ষোভকারীরা প্রস্তাবিত করের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রতিবাদে অংশ নিতে শুরু করে। সরকার খুব দ্রুত এই পরিকল্পনা বাদ দিলেও বিক্ষোভকারীরা সার্বিক রাজনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত  রেখেছে।

সর্বশেষ খবর