শিরোনাম
শনিবার, ২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পদত্যাগে রাজি হলেন ইরাকের প্রধানমন্ত্রী

পদত্যাগে রাজি হলেন ইরাকের প্রধানমন্ত্রী

তুমুল সরকারবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করতে রাজি হয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি। দেশটির প্রেসিডেন্ট বারহাম সালিহ এক ঘোষণায় এমনটা জানিয়েছেন। তিনি নতুন নির্বাচনী আইন তৈরির আহ্বান জানিয়েছেন। বলেছেন, আইনটি পাস হলে আগাম নির্বাচনের আয়োজন করবে সরকার। খবরে বলা হয়, বৃহ¯পতিবার

বিক্ষোভকারীদের প্রতি সমর্থন প্রকাশ করেন ইরাকি প্রেসিডেন্ট। তিনি  বলেন, বিক্ষোভকারীরা যেসব দাবি জানিয়েছেন সেগুলো পূরণে নতুন আইন পাস করতে হবে। তিনি আরও জানান, পদত্যাগ করতে রাজি হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। তার জায়গায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য নতুন কাউকে খুঁজে পাওয়া গেলেই তিনি পদত্যাগ করবেন। টিভিতে প্রচারিত এক ঘোষণায় সালিহ বলেন, পদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী। যদি ক্ষমতাসীন জোট সংবিধান ও আইন মেনে তার বিকল্প কাউকে নির্বাচিত করে তাহলে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেবেন। প্রেসিডেন্ট  আরও বলেন, আমি নিজে ব্যক্তিগতভাবে  বিভিন্ন দলের সঙ্গে ইরাকের নিরাপত্তা বজায় রাখার জন্য আইন পাসে বৈঠক ও আলোচনা করছি। আগামী সপ্তাহে পার্লামেন্টে একটি নির্বাচনী আইন উপস্থান করা হবে।

সর্বশেষ খবর