শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
ভারতের বাজেট আজ

সিএএ নয়, অর্থনীতি নিয়ে চিন্তা বিজেপির

সিএএ নয়, অর্থনীতি নিয়ে চিন্তা বিজেপির

একদিকে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকত্ব তালিকা (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) বিরোধী বিক্ষোভে উত্তাল ভারত। অন্যদিকে দেশের অর্থনীতি ক্রমেই হচ্ছে নড়বড়ে। এ পরিস্থিতিতে রীতিমতো হিমশিম খাচ্ছে নরেন্দ্র মোদি সরকার। বাংলানিউজ

তবে সিএএ বিক্ষোভে ক্ষমতাসীন বিজেপি নেতারা উদ্বিগ্ন নন। মূলত অর্থনীতি নিয়েই তারা খুব চিন্তিত। আগামীতে দেশের আর্থিক হাল ঘুরে দাঁড়াবে কিনা শুধু এই আছে আশঙ্কায় মোদি সরকার। আজ বিজেপি সরকারের বাজেট। এ নিয়ে চলছে নানা আলোচনা। ‘মুখ ফিরিয়ে নেওয়া’ অর্থনীতি কোন খাতে কী বাজেট দিতে পারে, এর হিসাব কষছেন সংশ্লিষ্টরা। যদিও মূল প্রেক্ষাপট ‘দুর্বল অর্থনীতি’ নিয়েই তারা মাথা ঘামাচ্ছেন। বাজেটের মুখে এক বিজেপি নেতা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, সিএএ-এনআরসি-এনপিআর বিক্ষোভের জেরে আমাদের সমর্থন থেকে একটা ভোটও কমবে না। পাশাপাশি এই বিক্ষোভের কারণে বিরোধীরাও কোনো অতিরিক্ত ভোট পাবে না। ফলে এই বিক্ষোভ নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আসল চিন্তা অর্থনীতি নিয়ে।

সর্বশেষ খবর