শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

এখনো পিয়াজ আমদানির খেসারত দিচ্ছে ভারত

বিবিসি বাংলার প্রতিবেদন

বিদেশ থেকে আমদানি করা পিয়াজ রাজ্যগুলোর কাছে বেচতে না পেরে ভারতের কেন্দ্রীয় সরকার এখন প্রতি কেজি পিয়াজ মাত্র ১০ রুপিতে বিক্রি করতে বাধ্য হচ্ছে। সরকারের আশঙ্কা, দ্রুত এই পিয়াজগুলোর বিহিত করতে না পারলে মুম্বাইয়ের জহরলাল নেহরু পোর্টের গুদামেই পিয়াজের চালানগুলো পচে নষ্ট হবে। এমএমটিসি বিদেশ থেকে পিয়াজ আমদানির দায়িত্ব পেয়েছিল। তারা এখন পিয়াজের ই-অকশন নিলামের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর জন্য টেন্ডারও তাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। দিল্লিতে সরকারি সূত্রগুলো জানিয়েছে, দুই সপ্তাহ আগেও পিয়াজের জন্য রাজ্যগুলোর কাছে ৪৮-৫৪ রুপি প্রতি কেজি দাম চাওয়া হয়েছিল।

সর্বশেষ খবর