সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সিএএ-এনআরসিবিরোধী বিক্ষোভে উত্তাল মুম্বাই

সিএএ-এনআরসিবিরোধী বিক্ষোভে উত্তাল মুম্বাই

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধনের (এনপিআর) বিরোধিতা করে এবার উত্তাল হলো ভারতের মুম্বাই। শনিবার দেশটির বাণিজ্যিক রাজধানী-খ্যাত মুম্বাইয়ের ঐতিহাসিক আজাদ ময়দানে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য  স্টেটম্যান বলছে, বিখ্যাত উর্দু কবি ফাইজ আহমদ ফাইজের জনপ্রিয় কবিতা হাম দেখেঙ্গে কবিতা পাঠের মাধ্যমে মুম্বাইয়ের আজাদ ময়দানে সিএএ, এনআরসি ও এনপিআরের বিরোধিতায় বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

নাগরিকত্ব সংশোধনী আইন, জাতীয় নাগরিকপঞ্জি ও জাতীয় জনসংখ্যা নিবন্ধনের বিরোধিতায় দেশটিতে গঠিত ন্যাশনাল অ্যালায়েন্সের মহারাষ্ট্র শাখা মহা-মোর্চা শিরোনামে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। আজাদ ময়দানের এই সমাবেশে নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ যোগ দেন। এনডিটিভি বলছে, বিক্ষোভ-সমাবেশে অংশগ্রহণকারীরা দেশটির সরকারকে সিএএ, এনআরসি ও এনপিআরের জন্য কোনো ধরনের নথি  দেখাবেন না অঙ্গীকার করে বলেন, তারা প্রাচীনকাল থেকেই ভারতের নাগরিক। বিক্ষোভ-সমাবেশে অংশগ্রহণকারীরা সিএএ, এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে একটি প্রস্তাবনা পাস করেন। ভারতের পার্লামেন্টের চলতি অধিবেশনে নতুন নাগরিকত্ব আইন বাতিলের দাবি জানান এই বিক্ষোভকারীরা।

সর্বশেষ খবর