সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সোনার খনির খবর অস্বীকার ভারতের জরিপ সংস্থার

উত্তরপ্রদেশের খনিতে প্রায় সাড়ে তিন হাজার টন সোনা মজুদ পাওয়ার দাবি অস্বীকার করেছে ভারতের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা। শনিবার সংস্থাটি জানায়, উত্তরপ্রদেশের সোনভাদ্র জেলার খনিবিষয়ক কর্মকর্তার দাবি অনুযায়ী ওই জেলায় কোনো সোনার মজুদ আবিষ্কৃত হয়নি। সংস্থাটির মহাপরিচালক এম শ্রীধর বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই)  এমনটি জানিয়েছেন। তিনি বলেন, সোন পাহাড়িতে জিএসআই হিসাবকৃত সম্ভাব্য আকরিকের পরিমাণ  ৫২৮০৬.২৫ টন, যার প্রতি টনে গড়ে ৩.০৩ গ্রাম সোনা আছে। এই আকরিক থেকে ১৬০ কেজির মতো সোনা পাওয়া যেতে পারে।

সর্বশেষ খবর