শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

প্রকাশ্যে এলো জইশ প্রধান আজহারকে নিয়ে পাকিস্তানের মিথ্যাচার

প্রকাশ্যে এলো জইশ প্রধান আজহারকে নিয়ে পাকিস্তানের মিথ্যাচার

প্রকাশ্যে এলো জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ-এর প্রধান মাওলানা মাসুদ আজাহারীকে নিয়ে পাকিস্তান সরকারের মিথ্যাচার। দেশটির নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির প্রধান নেতা মাসুদ আজহার নিখোঁজ রয়েছেন বলে বৈশ্বিক অর্থ পাচার পর্যবেক্ষণ সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (এফএটিএফ)-কে জানিয়েছিল পাকিস্তান। কিন্তু সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রকৃতপক্ষে মাসুদ আজহার বর্তমানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টিলিজেন্স (আইএসআই) এ নিরাপত্তা হেফাজতে রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার ঐতিহাসিক চুক্তির পর। গোয়েন্দা সংস্থার বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন-নিউজ১৮। প্রতিবেদনে বলা হয়, তালেবান-যুক্তরাষ্ট্রের ওই চুক্তির পরপরই মাসুদ আজহার বিবৃতি দিয়ে বলেন, এটি জিহাদ ও জিহাদি সংগঠনগুলোর জন্য একটি বিশাল বিজয়। জানা গেছে, মাওলানা মাসুদ আজহারকে সঙ্গে নিয়ে মুফতি রউফ আজগার ও মাওলানা আমার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ছাড়েন ৩ মার্চ, ২০২০। তারা দুজন মাসুদ আজহারকে আইএসআই কর্মকর্তাদের কাছে দিয়ে ফিরে আসেন।

সর্বশেষ খবর