শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

উহানে মৃতের সংখ্যা বাড়ল ৫০ ভাগ

বিশ্বজুড়ে নতুন করোনাভাইরাসের মহামারীর উৎপত্তি বলা হয় যে শহরকে, সেই উহানে মৃতের সংখ্যা পর্যালোচনায় বেড়ে গেছে ৫০ শতাংশ। সিনহুয়ার এক খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত তথ্য পর্যালোচনায় মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরও ১২৯০ জনের নাম। তাতে উহানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াচ্ছে ৩ হাজার ৮৬৯ জনে। আক্রান্ত রোগীর সংখ্যাও পর্যালোচনায় বেড়ে গেছে; ৩২৫ জন বেড়ে হয়েছে ৫০ হাজার ৩৩৩ জন। এই পর্যালোচনার ফলে চীনে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৬৩২, যা আগের সংখ্যার চেয়ে ৩৯ শতাংশ বেশি।

উহান শহরের একটি সি ফুড মার্কেট থেকেই গত বছরের শেষ দিকে নতুন ধরনের এই করোনাভাইরাস ছড়াতে শুরু করে বলে ধারণা করে আসছেন গবেষকরা। ৩১ ডিসেম্বর চীন নতুন ধরনের নিউমোনিয়ার সংক্রমণের কথা প্রকাশ করে। পরে সেই নিউমোনিয়ার কারণ হিসেবে নতুন এই করোনাভাইরাসকে শনাক্ত করা হয়, যাকে বলা হচ্ছে নভেল করোনাভাইরাস। আর এ ভাইরাসের সংক্রমণে যে রোগ হয়, তাকে বলা হচ্ছে কভিড-১৯। চীন প্রথম এ ভাইরাসে কারও মৃত্যুর কথা জানায় ১১ জানুয়ারি। বিবিসি।

সর্বশেষ খবর