বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
ভারতীয় সেনাপ্রধান উদ্বিগ্ন

সন্ত্রাসীরা কাশ্মীরে অনুপ্রবেশের নতুন পথ খুঁজছে

প্রতিদিন ডেস্ক

ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল এম এম নারাভানে বলেছেন, কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের জন্য সন্ত্রাসীরা নতুন পথ খুঁজে বেড়াচ্ছে। এতে তিনি উদ্বিগ্ন। তিনি জানান, সন্ত্রাসীদের লক্ষ্য ‘স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করা।’

জেনারেল নারাভানে বলেন, দেশের পশ্চিমাঞ্চলীয় সীমান্তগুলোয় এখন যে অবস্থা তাতে সন্ত্রাসবাদই গুরুতর হুমকি হয়ে রয়েছে। হুমকি নিরসনের যাবতীয় চেষ্টা সত্ত্বেও এ অবস্থা দূর হচ্ছে না। জম্মু ও কাশ্মীরের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া ভন্ডুল করে দেওয়ার জন্য সন্ত্রাসীরা অনুপ্রবেশে মরিয়া। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর সেখানে স্থানীয় সরকার পর্যায়ে প্রথমবারের মতো নির্বাচন হলো ২৮ নভেম্বর। আর সেদিনই উদ্বেগ প্রকাশ করলেন ভারতীয় সেনাপ্রধান। নির্বাচনে প্রায় ৫২ শতাংশ ভোটার অংশ নেয়। কুলগাম জেলায় পাথর ছোড়াছুড়ির ছোট্ট একটি ঘটনা ছাড়া অন্যান্য স্থানে নির্বাচন শান্তিপূর্ণই হয়েছে। জেনারেল নারাভানে বলেন, শীতকাল শুরু হয়ে যাওয়ায় সন্ত্রাসীরা তড়িঘড়ি অনুপ্রবেশ করতে চাইছে। তারা জানে বরফ বাড়তে থাকলে গিরিপথগুলো বন্ধ হয়ে যাবে। সে জন্য তারা দক্ষিণ দিকে সরে পড়ছে। সেখানকার নিম্নাঞ্চল দিয়ে এবং আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সুড়ঙ্গ বানিয়ে সন্ত্রাসীরা অনুপ্রবেশ করতে সচেষ্ট রয়েছে। জম্মুর সাম্বা সেক্টরে নিরাপত্তা বাহিনী গত তিন মাসে দুটি অত্যাধুনিক সুড়ঙ্গ পথের সন্ধান পেয়েছে। প্রথম সুড়ঙ্গটি ধরা পড়ে ২৯ আগস্ট। দ্বিতীয় সুড়ঙ্গের সন্ধান পায় বিএসএফ। জম্মুর নাগরতা শহরের টোল প্লাজায় গত সপ্তাহে এক বন্দুকযুদ্ধে চার সন্ত্রাসী মারা যাওয়ার পর সেখানে আরেকটি সুড়ঙ্গ পাওয়া যায়।

সর্বশেষ খবর