শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল মিউজিয়াম ঢাকা ও নিউইয়র্কে যাবে

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের রাজধানী নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বঙ্গবন্ধু-বাপু (মহাত্মা গান্ধী) ডিজিটাল মিউজিয়ামের প্রদর্শনী হয়েছে। মিউজিয়ামটি দিল্লি থেকে আগামী মার্চে ঢাকায় প্রদর্শিত হবে। তারপর প্রদর্শিত হবে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে। ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণজয়ন্তী আন্তর্জাতিক পর্যায়ে প্রচারের আলোয় আনাই এসব প্রদর্শনীর উদ্দেশ্য। নিউইয়র্ক থেকে ২০২২ সালের প্রথম পর্যায়ে কলকাতায় প্রদর্শিত হবে এ মিউজিয়াম। আরও কয়েকটি দেশে এ মিউজিয়াম প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান মিশন অফিসারদের নিয়ে মিউজিয়ামটি পরিদর্শন করেন। গত বছর ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মিউজিয়ামের উদ্বোধন করেন। মুজিব শতবর্ষ, মুক্তিযুদ্ধ ও ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে মিউজিয়ামটি তৈরি করা হয়েছে। মিউজিয়ামের সংরক্ষক বিরাদ রাজারাম যাজ্ঞিক হাইকমিশনারসহ অন্যদের মিউজিয়ামটি ঘুরিয়ে দেখান। এখানে ১১টি প্রাচীর ও ১০০ ডিজিটাল সংযোগে প্রদর্শনীটি চলছে। প্রদর্শনীটির সূচনা এ বাক্য দিয়ে- ‘ইতিহাসের ভিন্ন সময়ে দুই প্রবাদপ্রতিম ব্যক্তি মানুষের ভাগ্য তৈরি করে দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর