বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভারতের সঙ্গে কলম্বো বন্দর চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কাজুড়ে প্রবল বিক্ষোভের জেরে ভারতের সঙ্গে বন্দর-টার্মিনাল গড়ার চুক্তি বাতিল করল মাহিন্দা  রাজাপক্ষ সরকার। বন্দরের বেসরকারিকরণের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ চলছিল সেখানে। তাতেই শেষমেশ চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ওই বন্দরে বিনিয়োগ করার কথা ছিল ভারতের আদানি গ্রুপের। জানা গেছে, ২০১৯ সালে কলম্বো বন্দরের পূর্ব প্রান্তে একটি কনটেইনার টার্মিনাল গড়তে ভারত ও জাপানের সঙ্গে চুক্তি করে শ্রীলঙ্কা। ভারতের তরফে ওই বন্দরে বিনিয়োগ করার কথা ছিল আদানি গ্রুপের। চুক্তিমাফিক বন্দরের টার্মিনালের ৪৯ শতাংশ মালিকানা ভারত ও জাপানের হাতে এবং বাকি ৫১ শতাংশ শ্রীলঙ্কার হাতে থাকবে বলে ঠিক হয়। কিন্তু এতে বাদ সাধে প্রায় ২০টি শ্রমিক সংগঠন। তারা বন্দরকে বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলন শুরু করে।

সর্বশেষ খবর