রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

টিকার মেধাস্বত্ব তুলে নেওয়ার প্রস্তাবে পুতিনের সমর্থন

টিকার মেধাস্বত্ব তুলে নেওয়ার প্রস্তাবে পুতিনের সমর্থন

প্রাণঘাতী করোনাভাইরাসের টিকার ক্ষেত্রে মেধাস্বত্ব সুরক্ষা তুলে নেওয়ার প্রস্তাবে সমর্থন রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কভিড-১৯ ভ্যাকসিনের মেধাস্বত্ব তুলে নেওয়ার এক প্রস্তাব নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যে তাতে সমর্থনের কথা জানালেন রুশ প্রেসিডেন্ট। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর উদ্যোগ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টিকার ওপর থেকে মেধাস্বত্ব তুলে নেওয়ার প্রস্তাব তোলেন। ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারাও ইতোমধ্যে এই প্রস্তাবে সমর্থনের কথা জানিয়েছেন।

সর্বশেষ খবর