বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা

মিয়ানমার জান্তার বিরুদ্ধে আইসিসিতে যাচ্ছে জাতীয় ঐক্যের সরকার

মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করতে যাচ্ছে বিরোধীদের গঠন করা জাতীয় ঐক্যের সরকার (এনইউজি)। চলতি বছরের ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে বন্দুকের নলে সরিয়ে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে তারা সাধারণ মানুষের ওপর ব্যাপক নির্যাতন শুরু করেছে। আর বেসামরিক মানুষের বিরুদ্ধে সেনাশাসক যেসব নৃশংসতা চালিয়েছে তার কমপক্ষে ৪ লাখ তথ্যপ্রমাণ জোগাড় করেছে জাতীয় ঐক্যের সরকার (এনইউজি)। এসব নিয়ে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। এ খবর দিয়েছে অনলাইন রেডিও ফ্রি এশিয়া।

এতে বলা হয়েছে, শুক্রবার এক সংবাদ সম্মেলন করেছেন এনইউজির মুখপাত্র ড. সাসা। তিনি বলেছেন, মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের জন্য আন্তর্জাতি অপরাধ আদালতে সামরিক সরকার ও এর নেতা জেনারেল মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে তাদের হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে। নিজেদের দেশের বৈধ সরকার বলে দাবি করেছে এনইউজি।  এখন পর্যন্ত তাদের কাছে যেসব তথ্যপ্রমাণ এসেছে তার মধ্যে রয়েছে নির্যাতন, অন্যায় বিচার, যৌন সহিংসতা, জোরপূর্বক বাস্তুচ্যুত করা, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, বিমান হামলা এবং জাতি নিধনসহ অনেক বিষয়।

সর্বশেষ খবর