বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

অভ্যুত্থানের আগে প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বলে জান্তা

মিয়ানমার পরিস্থিতি

ক্ষমতাচ্যুত হওয়ার পর এবার কথা বলছেন মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট। তিনি জানান, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা গত ১ ফেব্রুয়ারি তার কাছে এসেছিলেন এবং অসুস্থতার কারণ দেখিয়ে তাকে পদত্যাগ করতে বলেছিলেন। কিন্তু তাতে তিনি রাজি হননি। এ সময় তাকে বলা হয়, তিনি যদি ক্ষমতা না ছাড়েন তাহলে তার গুরুতর ক্ষতি হতে পারে। তার কয়েক ঘণ্টা পরই জান্তা সরকার তার সরকার অস্ত্রের মুখে ক্ষমতাচ্যুত করে। মিয়ানমারের চলতি বছরের ১ ফেব্রুয়ারির ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অভ্যুত্থান আখ্যা দিলেও, দেশটির ক্ষমতায় থাকা সামরিক দল এ অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছে। তবে, এখন ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি উইন মিন্টের বক্তব্য সামরিক বাহিনীর এই দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সাক্ষ্য দিতে গিয়ে এসব কথা বলেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

সর্বশেষ খবর