১৬ কোটি টাকা (১৩ লাখ পাউন্ড) খরচ করে একটি ব্রোঞ্জের ভাস্কর্য সংগ্রহ করায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। আর্থিক সংকটের এ সময় এই ব্যয় মানতে পারছে না যুক্তরাজ্যের মানুষ। ‘ওয়ার্কিং মডেল ফর সিটেড ওম্যান’ নামক ভাস্কর্যটির শিল্পী হেনরি ম্যুর। ১৯৮০’র দশকে গড়া এই বিমূর্ত শিল্পকর্মটি নিলাম সংস্থা ক্রিস্টির কাছ থেকে সরকারি শিল্প সংগ্রহশালা কিনেছে বলে ধারণা করা হচ্ছে। জনগণের অর্থে এই বিপুল ক্রয়ের পর ভাস্কর্যটি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাগানে বসাতে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের ঠিকানায় পাঠানো হয়। ব্রিটিশ দৈনিক দ্য সানকে একজন শিল্প বিশেষজ্ঞ বলেন, ‘বসে থাকা নারীদের নিয়ে ম্যুর যে ভাস্কর্যগুলো করেছেন- এটি নিঃসন্দেহে তার চমৎকার একটি উদাহরণ। কিন্তু, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এটি কেনাকে জনগণের অর্থের অমিতব্যয় হিসেবেই মনে করা হচ্ছে’।
বৃহস্পতিবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে আনা হয় ভাস্কর্যটি। এ সময় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে জানানো হয়, শিল্পকর্মটি কেনার সিদ্ধান্তে কোনো রাজনীতিবিদ জড়িত ছিলেন না।