শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মাইনাস ৫০ ডিগ্রি, জমে গেল নায়াগ্রা জলপ্রপাত

মাইনাস ৫০ ডিগ্রি, জমে গেল নায়াগ্রা জলপ্রপাত

‘বম্ব সাইক্লোন’-এ বিধ্বস্ত যুক্তরাষ্ট্র ও কানাডা। অবিরাম হাওয়া, প্রবল তুষার ঝড় আর কনকনে আবহাওয়ায় বিপর্যস্ত পশ্চিম নিউইয়র্ক। এর প্রভাব পড়েছে নায়াগ্রা জলপ্রপাতের বিস্তীর্ণ অঞ্চলেও। ওই এলাকার পারদ নেমে আসে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে। এর মধ্যেই অবাক করা দৃশ্য ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। তুষার ঝড়ের কারণে জমে গেছে নায়াগ্রা জলপ্রপাত। নায়াগ্রা পার্ক কর্তৃপক্ষের দাবি, জলরাশি বিপুল হওয়ায় কখনই তা পুরোপুরি জমে যাওয়া সম্ভব নয়। তবে জলপ্রপাতের ওপরের অংশের জলরাশি জমে গেছে। শুধু তাই নয়, কয়েক দিনে এ জলপ্রপাতের পানি যে গতিতে নিচে আছড়ে পড়ে, তা কিছুটা কমেছে। উপরিভাগ বরফে পরিণত হলেও জলপ্রপাতের স্রোত এখনো বয়ে চলেছে। নায়াগ্রা জলপ্রপাতের এমন নৈসর্গিক রূপ দেখার জন্য ভিড় জমাচ্ছেন পর্যটকরাও।  উল্লেখ্য, এর আগেও একাধিকবার তুষার ঝড়ের কারণে জমে গেছে নায়াগ্রা। গত শতাব্দীর ৬০ এবং ৭০-এর দশকে এমন রূপ ধরা পড়েছিল ক্যামেরায়।

সর্বশেষ খবর