বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মার্কিন স্পিকার নির্বাচনে নাটকীয়তা

মার্কিন স্পিকার নির্বাচনে নাটকীয়তা

মার্কিন কংগ্রেসে প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার নির্বাচন নিয়ে উচ্চমাত্রার নাটকীয়তা হয়েছে। তৃতীয়বারের মতো এ পদে নির্বাচিত হতে ব্যর্থ হলেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। ১০০ বছরের মধ্যে প্রতিনিধি পরিষদ স্পিকার নির্বাচনে ব্যর্থ হলো রিপাবলিকানরা। এর আগে এমন ঘটনা ঘটেছিল ১৯২৩ সালে। তিন দফা ভোটাভুটির পরও স্পিকার নির্বাচনে কোনো ফলাফল আসেনি। ফলে স্থানীয় সময় গতকাল পর্যন্ত নির্বাচন মুলতবি ঘোষণা করা হয়েছে। এতে রিপাবলিকান দলে সমর্থনের দিক দিয়ে এগিয়ে থাকা প্রার্থী কেভিন ম্যাকার্থি শেষ পর্যন্ত স্পিকার হচ্ছেন কি না তা জানতে অপেক্ষার পালা বাড়ল। এ ভোটে রিপাবলিকান দলের ভিতরে বিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। ম্যাকার্থিকে পছন্দ না হওয়ায় দলের ভিতর থেকে চ্যালেঞ্জ জানানো হয় তাকে। প্রার্থী করা হয় জিম জর্ডানকে। কিন্তু জিম জর্ডান সমর্থন দেন ম্যাকার্থিকে। তা সত্ত্বেও ভোটে ২০ জন রিপাবলিকান ভোট দেন জিম জর্ডানকে। ফলে আটকে যান ম্যাকার্থি। আজ আবার অধিবেশন শুরু হওয়ার কথা। তাতে কেউ একজন সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী না হওয়া পর্যন্ত এ ধারা চলতেই থাকবে।

সর্বশেষ খবর