বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পিছু হটলেন নেতানিয়াহু

পিছু হটলেন নেতানিয়াহু

প্রবল বিক্ষোভ ও চাপের মুখে পড়ে প্রস্তাবিত বিচারবিভাগীয় সংস্কার স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই ইসরায়েলজুড়ে ধর্মঘটের ডাক প্রত্যাহার করে নিয়েছে ট্রেড ইউনিয়নগুলো। এই সিদ্ধান্তের প্রতিবাদ করায় নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছিলেন। বিরোধী দাবি করেছ, আইন সংস্কারের যে প্রস্তাব দিয়েছে নেতানিয়াহু সরকার, তাতে সুপ্রিম কোর্টের ক্ষমতা মারাত্মকভাবে খর্ব হবে। অসাংবিধানিকভাবে তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেবে সরকার। ফলে বিচারক নিয়োগে ক্ষমতা চলে যাবে সরকারের হাতে। এমন প্রস্তাবে ক্ষিপ্ত হয়ে উঠেছে ইসরাইল। কয়েক মাস ধরেই নেতানিয়াহুর এই সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। কিন্তু এ সপ্তাহান্তে তা ভয়াবহ আকার ধারণ করে, যা নেতানিয়াহু কল্পনাও করতে পারেননি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর