শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ০০:০০ টা
অভিষেকের প্রশ্ন

মমতাকে দিদি ও দিদি বলায় কেন প্রধানমন্ত্রিত্ব যাবে না মোদির

মমতাকে দিদি ও দিদি বলায় কেন প্রধানমন্ত্রিত্ব যাবে না মোদির

অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন, সেটাকে আমি সমর্থন করি না। আমি কারও ভাবাবেগে আঘাত করতে চাই না। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে এসে নরেন্দ্র মোদি ‘দিদি ও দিদি’ বলায় তাঁর প্রধানমন্ত্রিত্ব কেন খারিজ হবে না? রাহুলের মন্তব্যে মোদি ভাবাবেগ আহত হলে, প্রধানমন্ত্রীর দিদি    মন্তব্যে অপমানিত মহিলারা! এ ভাষাতেই নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল কলকাতায় তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের সভায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, মমতাকে ব্যঙ্গ করার জন্য মোদিরও পদ যাওয়া উচিত।

অভিষেক বলেন, মাথা নত করলে জনগণের কাছে করব। দিল্লির দানবদের কাছে নয়। বাংলা থেকে টাকা নিয়ে যাচ্ছে। আর বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে। বিজেপি দোষ করলে আইন আলাদা।

সর্বশেষ খবর