বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বাখমুতের ৭৫ শতাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে-মস্কো

মস্কো নিয়ন্ত্রিত ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের রুশপন্থি প্রধান বলেছেন, রাশিয়ান বাহিনী বাখমুতের ৭৫ শতাংশের বেশি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। খবর আল জাজিরার। ‘সম্পূর্ণ নিশ্চয়তার সঙ্গে বলতে পারি যে, শহরের ৭৫ শতাংশের বেশি এলাকা আমাদের সেনা ইউনিটগুলোর নিয়ন্ত্রণে’, রাষ্ট্রায়ত্ত রসিয়া-২৪ টেলিভিশনে বলেন ডেনিস পুশিলিন। যদিও তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বাখমুতের পতন সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। রাশিয়া জানিয়েছে, বাখমুত দখলে এলে ভবিষ্যতে ইউক্রেনে আরও আক্রমণের সম্ভাবনা বেড়ে যাবে। অন্যদিকে কিয়েভ ও তার পশ্চিমা মিত্রদের দাবি, বাখমুতের গুরুত্ব কেবলই প্রতীকী।

ইউক্রেনে সাড়ে ৮ হাজার বেসামরিক নিহত : ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত সাড়ে ৮ হাজার বেসামরিক মানুষ মারা গেছে বলে দাবি করেছে জাতিসংঘ। নিহতের বেশির ভাগই ইউক্রেন সরকার নিয়ন্ত্রিত অঞ্চলের। তাদের মধ্যে দোনেৎস্ক ও লুহানস্কের ৩ হাজার ৯২৭ জন মারা যাওয়ার তথ্য রয়েছে। গতকাল রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৯ এপ্রিল পর্যন্ত ৮ হাজার ৪৯০ জন নিহত এবং ১৪ হাজার ২৪৪ জন আহত হয়েছেন।

সর্বশেষ খবর