শিরোনাম
বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মানব সভ্যতা ধ্বংস করে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা : ইলন

গত বছরের নভেম্বর থেকে প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট প্রযুক্তি চ্যাটজিপিটি। ইতোমধ্যেই পৃথিবীর বহু বিখ্যাত ব্যক্তি নতুন এ উদ্ভাবন নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করছেন। এর আগে এআই নিয়ে নিজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভয়াবহ আশঙ্কার কথা জানালেন মার্কিন ধনকুবের এবং টুইটারের মালিক ইলন মাস্ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, মানব সভ্যতা ধ্বংস করার মতো ক্ষমতা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার। যদিও তিনি নিজেই কৃত্রিম বুদ্ধিমত্তা’র উন্নয়নে প্রচুর বিনিয়োগ করে চলেছেন। এছাড়া বাজারে গুজব রয়েছে যে, তিনি নিজেই চ্যাটজিপিটির মতো নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আসতে চলেছেন। সিএনএনের জানানো হয়, বিখ্যাত মার্কিন হোস্ট টাকার কার্লসনের সঙ্গে একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন মাস্ক।

সর্বশেষ খবর